'মধ্যরাতের ঝরা জল
কেএম পারভেজ ওয়াহিদ
-----------******------------
আমরা চাইলেই কি ভুলতে পারি
অতীতের সেই দিন গুলি?
মধ্যরাতে তুমি যখন নিদ্রাচ্ছন্ন,
আমি তখন অতীতের স্মৃতিতে মগ্ন।
রাত্রি যখন পেরিয়ে এক প্রহর,
আমি তখন অক্ষির প্রবাহিণীর জলে টুইটুম্বর।


মনে সদা জাগ্রত সেই রুপালী দিনের ইতিহাস।
নিভৃতে সব হারিয়ে বেদনাই হলো তার পরিহাস।
সময়ের স্রোতে যখন হারিয়েই যাবে,তবে এসেছিলে কেন স্বপ্নহীন জীবনে।
ভাসসান জীবনকে কেনই বা জাগিয়ে তুলেছিলে মমতার তটে?
পুনরায় কেনই বা আবার ভাসিয়ে দিলে স্রোত রুদ্ধ সুমদ্রের মাঝে?