পশ্চিম আকাশে রোদ নোঙর করা বিকালে এক কুহকী মনের বাতায়নে কড়া নাড়ে মনমতো।
আমি তাহারি রূপ অনলে পুড়িয়া পুড়িয়া   ক্ষত বিক্ষত ।


শ্যামলা কুমারি অলীক কল্পনায়,
নীল পদ্ম ফোটা দৃষ্টিপাত।
কমড়ের বিছা, পায়ে ঘুঙ্গুর
ঝনঝন কলতানে মম অন্তর উন্মাত।


স্বচ্ছ কোমল গতরখানি সমুদয় বিমোহ মাখা।
ললাট বরাবর কপোলে ঘন অসিতবর্ণ তিল যেন তার তন্ত্রমন্ত্রে আকাঁ।
রক্তিম ওষ্ঠে  হিম পুষ্পমধু,
কেবল প্রেম সপাদের প্রতিক্ষা।
-------কেএম পারভেজ ওয়াহিদ।