কচি আমার ভাবনা কাঁচা কাব্য কথা।
পংক্তি চরণে বর্ণে অসীম অজ্ঞতা।
কবিতায় জট লাগে অন্ত্যমিলে বাঁধা;
মাত্রা অক্ষর গণনা, বিদঘুটে ধাঁধা।
বাংলা শব্দ ভাণ্ডার মণি রত্নে ঠাসা;
তবু থাকে শব্দ খরা মেটেনা তিয়াসা।
স্বর মাত্রা অক্ষরের বৃত্তের খেলায়,
নাকানি চুবানি খাই গোলক ধাঁধায়।


নিয়ম মেনে সর্বদা কাব্যে বিচরণ
ছন্দ গঠন প্রয়াসে থাকি আমরণ;
নিষ্ফল যদিও হই থাক কাব্য প্রীতি,
জনম দুখী কলম মোর চির সাথী।
চিরকাল অবিরত করে সুধা পান
কবিতার মঞ্চে আমি গেয়ে যাব গান।