পিচ ঢালা উত্তপ্ত পথের পরে
বৃষ্টির ফোঁটারা নূপুর পায়ে নৃত্য করে;
টিপ টিপ টুপ টুপ সুরের ঝংকারে
গান তোলে ঝিমিয়ে থাকা শহরের অন্তরে।
মুহূর্তে রাজপথ ডুবে যায়
দুপুরের তপন আড়াল হয়।
নগরের বুকে নামে ক্ষণিক আঁধার
ক্ষণিকের নদীতে তরঙ্গ খেলে ডুব সাঁতার।
প্রশান্তি ছড়ায় নগর জীবনে,
এক পশলা বৃষ্টির রুপোলি মাধুর্য
শান্তির শীতলতা আনে কবি মনে।





০৩/০৬/২০
মোহাম্মদপুর, ঢাকা।