কল্পতরুর চরিত্ররা ফিরছে আবার
কবিতার প্রয়োজনে।
শনির বলয়ে হবে জরুরী সভা
গ্রহরাজের আওভানে।
পৃথিবীতে কেনো শ্রেষ্ঠ জীবের বসত?
এটা হলো অভিযোগ।
বৃহঃস্পতি কুল-শ্রেষ্ঠ, কী তার অপরাধ?
কেনো পায়নি সে সুযোগ?
মঙ্গলে কেমন রাতুল শোভা! শুক্র যে
হারায়েছে পরিচয়।
কেন কী দোষে তারকা বলে তারে?
কে নেবে গো তারই দায়?
শনি, নেপচুন, ইউরেনাস কম কি আছে কেউ?
শুধু বুধ-ই নগণ্য।
তবু ক্ষুদ্র বলে তুচ্ছ নয়। তাপ সয়ে
গ্রহমাঝ অগ্রগণ্য।
দল বেঁধে তাই সূর্য নিকট আসলো তারা;
হেসে দেয় জবাব রবি
প্রাণ ধরবে মমতা কী আছে? মমতায়
পূর্ণ মাতা পৃথিবী।



বি.দ্র. কবিতাটি পূর্বে  "অন্য প্রকাশ" এর পৃষ্ঠপোষকতায় পরিচালিত অনলাইন ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে।