মনে কিছু দুঃখ নিয়ে
ছোট সেতুর পরে দাড়িয়ে
দূর পানে চোখ মেলি
সব দেখি খালি খালি।
দূরে ঐ আকাশ মেশে
চুমে ধূলি ভালবেসে।
ছোট সেতুর দুই পাড়
ধানি জমির সব ধার
জলের তলে তলিয়ে গেছে
এখন সেথা ভরা মাছে।
মাঝ বরাবর সরু পথ
দুই সায়রের একটি তট।
ছোট সেতু সরু পথে
পালক যেন রাজ মুকুটে।
কোথাও কোথাও কচুরিপানায়
শেওলা আর শাপলা পাতায়
বিলের জলের শোভা বাড়ায়।
রবির আলো চোখ ধাঁধায়
কালো জলে ঝলমলায়
মাছরাঙ্গা তার সুখ কুড়ায়।
পানকৌড়ি মাছের নেশায়
ডুবিয়ে আমার মন ভুলায়।
মম কষ্ট যা ছিল কিছু
কোথায় ছুটলো কার পিছু
কেইবা তার খবর রাখে;
ফেরে সুখ-পিয়াসী সুখের বাঁকে।