তোমার চোখ আর আমার চোখ শুভদৃষ্টি করুক।
তা হলেই  ভালোবাসার দৃষ্টি ঝড় হবে।
সেই ঝড়ের বাতাসে তোমার মনের আকাশে শীতলতা আসবে।


আমি জানি তারপর তোমার হরিণীর মতো চোখ
আমার প্রতীক্ষিত লালচে চোখে বারংবার রাখবে।
আমার হৃদপিণ্ড অবশ হতে হতে
তোমার সেই শীতল মনের ভালোবাসার এক টুকরো বিশাল জমির তাবুতে আশ্রিত হবো শরণার্থী হিসেবে।


আমি জানি তারপর তোমার গোলাপী রঙের ঠোঁটদ্বয়ের
আঠালো স্পর্শে মনোরম কথাগুলি
মহাভারতের তীরন্দাজ অর্জুনের তীরের মতোই
আমার দিকে নিক্ষেপ করবে,
আর আমার রক্তাক্ত বুক আহত হতে হতে
সেই এক টুকরো বিশাল জমির পৃষ্ঠ আঁকড়ে জড়িয়ে ধরবে।


আমি জানি তারপর তোমার লম্বা আঙুলের নীল রঙের নেলপলিশে মোড়ানো নখ দিয়ে
কপালের উপর অবাধ্য চুলগুলি
পাটের তৈরী দুল পড়া কানের কাছে গুঁজে রাখবে,
আর আমার মাথা নুইয়ে পড়া মাত্রই
সেই এক টুকরো বিশাল জমির সবুজ কচি ঘাসের
শিশির কণায় তোমারই মুখ হেসে ভেসে উঠবে।


আমি জানি তারপর তুমি তোমার আলতা পড়া পা
আলতো করে হেটে হেটে রাতের জোনাকির মতো
নুপুরে শব্দ তুলে আমার পানে আসবে,
আর তখনই আমার হাজার বছর ধরে সহস্র মাইল অতিক্রান্ত পথ
এক নিমেষেই সূচ্যগ্র সম হবে।