আমি ফিরে যেতে চাই
শহর ছেড়ে দিগন্ত বিস্তৃত সবুজ ঘেরা মাঠে
দুই ধারে কাশফুল মধ্য দিয়ে বহমান নদীর তীরে
ধানের ক্ষেতে রৌদ্রছায়ার লুকোচুরি খেলার মাঝে।


আমি ফিরে যেতে চাই
শ্যামল ছায়া বৃক্ষের শান্তির নীড়ে
যেখানে ঘাসের ডগায় শিশির জমে
রাখাল বাজায় বাঁশি চিরচেনা বিস্তৃত প্রান্তরে ।


আমি ফিরে যেতে চাই
গোধূলির আলোয় গরু গোয়ালে ফেরার বেলায়
বাউকুড়ানির ডগায় ঝরাপাতার নৃত্য মেলায়
পাখির কলকাকলিতে মুখর সকাল বেলায়।


আমি ফিরে যেতে চাই
পিঠেপুলি পাটিসাপটার সেই আয়োজনে
বাউল জারি সারি, ভাটিয়ালির হৃদয় উদাস করা সুরে
অন্ধকারে বাঁশ বাগানে ঝিঝিঁ পোকার ডাক জোনাকির পানে ।


আমি ফিরে যেতে চাই
ছোট্ট বেলার স্কুলে যাওয়ার মেঠো পথের দিকে
হাডুডু - ফুটবল খেলা বন্ধুদের  নিয়ে সাথে
জসীম উদ্দিনের গাছের ছায়ায় লতায় পাতায় সেই ছোট গাঁয়ে ।





বজলুর রশীদ
২/১২/২৩
জলঢাকা,নীলফামারী ।