হে বাংলা তুমি বাঙ্গালীর
হৃদয়ের শুধু মুক্তিযুদ্ধ মুজিব !
হে বাঙ্গালী যুদ্ধ করেছো নয় মাস
ছিনিয়ে এনেছো স্বাধীনতা ,
তবু কেন এই পরাধীনতা ।


অফিস আদালতে আজ ঘুষের মেলা
যুদ্ধ করে এনেছি কি এই স্বাধীনতা ?
শিক্ষিত হয়ে স্বশিক্ষিত জাতি
এরাই হয়েছে আজ সমাজের অধিপতি !


আমলারা আজ  চালাচ্ছে দেশ
গণতন্ত্র যেন সর্বশেষ ।
ক্ষমতার উৎস নাকি জনগণ !
বলে গেছেন আব্রাহাম লিংকন ।


গণতন্ত্র হয় যদি জনগণের শাসন
আমলাদের কেন আজ সর্বত্র নিয়ন্ত্রণ ?
সরকারি অফিস আজ ছেয়ে গেছে ঘুষে
জনগণ দেখবে শুধু নীরব নিস্তেজ চোখে ।