বৃষ্টির বাতাসে গগন কাঁদিয়া উঠে,
ঝড়ো বাতাসে কালো মেঘ  ভাসে!
বাদলা দিনে পথিক ছাতা নিয়ে হাটে,
অঝোর বৃষ্টিতে কিষানীরা হাসে।


গ্রামের মেঠো পথে শুধু কাদার ছড়াছড়ি,
আলতায় মোড়ানো গ্রামের নববধূর পা-খানি !
গাছের শাখা উড়ে ঝড়ো বাতাসে,
পথের খোঁচায় শয়নে লুকিয়ে বাড়ে বাড়ে।


শিশুরা খেলা করে ওই খোলা মাঠে,
আকাশে বিদ্যুৎ চমকায় ঘন আতঙ্কে!
ঝরঝর বরষায় কদম ফুল ফুটে,
নৌকার মাঝিরা নাও বাধে-ঘাটে ।



বজলুর রশীদ
২৮/০৬/২৩
জলঢাকা,নীলফামারী ।