অসীম মহাবিশ্বের রাজ্যে,
নীল সাদার রহস্যময় আলোক রশ্মির দিকে,
মেঘমালার জানালা দিয়ে,
ছুটে চলেছি কোন
এক  অনন্ত নক্ষত্রবীথির পথে।


চতুর্থমাত্রার সেই জগতকে
আমি চিনি না,
অচেনা এক জগত যেখানে সময় স্থির!
রঙিন আংটির মত আইরিস,
সবুজ, বাদামী গভীর নীল সমুদ্রের ছায়া,
সবকিছুই এক  রহস্য ঘেরা,
তারার মিটমিট রহস্যময় রশ্মি
ভুলে যাই আমি আমার আদি নিবাস ।


এক অদৃশ্য  জানালা দিয়ে,
আমি যাত্রা করি,
কোন এক অসীম জগতে,
যেখানে সুখের সাগর,
বয়ে চলে আনন্দ অশ্রু  নিয়ে ।




বজলুর রশীদ
২/১১/২৩
জলঢাকা,নীলফামারী ।