ভোরের নিস্তব্ধতায়,
কিছু শব্দ উড়ে আসে,
আজানের ধ্বনি,
আলোর বাতিঘর,
আল্লাহ সর্ব শ্রেষ্ঠ,
আল্লাহু আকবার।


লম্বা মিনার থেকে,
শব্দগুলো আলতো করে ঝরে,
কি মধুর বাজিলো সুর  ,
হৃদয়ে ছড়িয়ে পড়ে,
আমি সাক্ষ্য দিচ্ছি যে, 
কোন ইলাহ নেই,
আল্লাহ  ছাড়া,
আল্লাহু আকবার।


মুয়াজ্জিনের কন্ঠ,
কি শ্রুতিমধুর,
বাতাসে প্রতিধ্বনিত হয়,
প্রশান্ত সারা লোকালয়,
বিশ্বাসের সুর,
বাজিল কি সুমধুর,
ছলাতের জন্য এসো,
কল্যাণের জন্য এসো,
আল্লাহু আকবার।


মসজিদের রাস্তায়,
দিন -রাত্রির ফেরেশতা ,
যাতায়াত করে সর্বদায়,
আল্লাহর আহ্বানে মুনিন সাড়া দেয় ,
ভোরের আরামের ঘুম ,
বিসর্জন দেয় অবলীলায়,
ঘুম থেকে ছলাত উত্তম,
আল্লাহু আকবার।





কলমে : বজলুর রশীদ
তারিখ: ১০/১১/২৩
জলঢাকা,নীলফামারী