গভীর ছায়ার এই পৃথিবীতে,
যেখানে নির্যাতিতরা নিরবে কাঁদে,
আছে কোন জ্বলন্ত শিখা,
সত্য শক্তির পক্ষে বিদ্রোহী করে,
ন্যায়ের পক্ষে দাঁড়াবে,
আলো আনবে।


শব্দ বোমা দিয়ে,
খালি তলোয়ার হাতে,
পাথর হৃদয়ে,
কোন শৃঙ্খল বাঁধতে পারে না,
কোন ভয় দমাতে পারে না,
গর্জে উঠুক এবার,
বিদ্রোহীর চিৎকার।


স্বাধীনতার ডাকে ,
আমরা আওয়াজ তুলি,
সত্যের নামে, এসো কলম ধরি,
প্রতিটি হৃদয়ে আগুন জ্বলুক,
বিদ্রোহী আত্মা,
জেগে উঠুক,
চিরকাল লড়তে থাক,
জয় একদিন হবে ।




বজলুর রশীদ
৩১/১০/২৩
জলঢাকা, নীলফামারী।