বিন্দু ক্ষণের অলিন্দ,
সৃষ্টির আদি, শেষ, সমাপ্তি,
বিশ্বের অদৃশ্য নিবাস,
গ্রহ থেকে অনন্ত নক্ষত্রপুঞ্জ।


সন্ধ্যা আসে, দিন শেষ হয়,
আহ্নিক গতি বার্ষিক গতি
বিন্দুর ন্যায় শূন্য সৃষ্টি,
বিন্দু প্রেম বিন্দু  অনন্ত ।


বিন্দুর মাঝে বিন্দু বাঁচে
বিন্দু থেকে বৃষ্টি পড়ে,
বিন্দু খুঁজে ইন্দুকে
বিন্দুর কথা মনে পড়ে।


বিন্দু থেকে মহাবিশ্বের সৃষ্টি যে,
বিন্দু বালি সাহারা মরুভূমি,
সিন্ধু  নদও  বিন্দু থেকে
বিন্দুর শেষ বিন্দুতে ।



বজলুর রশীদ
  ২৫/১০/২৩
সারদা,রাজশাহী