মেঘ গুড়গুড় শব্দ করে
কালো মেঘের মেলা বসে
বর্ষা আসলে ভাই,
ব্যাঙ ডাকে ঘ্যাঙর ঘ্যাঙ
নদীর কিনারা নাই ।


রিমঝিম বৃষ্টি পরে
নদীর ধারে কদম ফোটে
কেয়া, কামিনী, বেলি ও ফোটে
বর্ষা আসলে ভাই,
মন ছুটে যায় নদীর ধারে,
নৌকার দেখা নাই ।


ছোটরা সব নাইতে নামে
ভেলা বানাতে ব্যস্ত থাকে
মাছ ধরতে সবাই ছোটে
বর্ষা আসলে ভাই,
আকাশ পানে বিদ্যুৎ চমকায়
রবির দেখা নাই ।



বজলুর রশীদ
১২/০৬/২৩
জলঢাকা, নীলফামারী ।