শীতের সকাল হালকা কুয়াশায়
নিরাসক্ত হয়ে যখন চা পান কর,
অপলক দৃষ্টিতে তোমার পানে চেয়ে থাকি
চোখ ফেরাতে ইচ্ছে করে না ,
কখনো ক্লান্ত বোধ করি না,
মনে হয় এভাবে আজীবন তাকিয়ে থাকি দুই নয়নে ।


তোমার চায়ের কাপ হতে ইচ্ছে করে
আলতো ছোঁয়ায় যখন চায়ে চুমুক দাও,
তখন আমার শরীরে এক অদৃশ্য অনুভূতি হয়
যা মানব শরীরের এক অদৃশ্য আবেগ ।


সে আবেগ আমাকে কখনো ঘুমাতে দেয় না
নির্ঘুম রাত হয়ে সে আবেগ আমাকে তাড়িত করে,
চায়ের ক্যাফাইন যেমন তোমাকে ঘুমাতে দেয় না
তেমনি আবেগীয় স্বপ্ন আমাকে ঘুমাতে দেয় না ।


নির্ঘুম রাত নিয়ে সে সকাল আবার ফিরে আসে
আবার কোন এক সকালে কোন কুয়াশায় ,
তোমার চায়ের চুমু দেওয়া দেখি
এভাবেই প্রতিনিয়ত চক্র চলতে থাকে ।




বজলুর রশীদ
২২/১২/২৩
জলঢাকা, নীলফামারী