পৃথিবী একটি গ্রহের নাম পৃথিবীতে অনেক মানুষের বাস !
হটাৎ একদিন পৃথিবীতে এলো এক দুষ্ট করোনা ভাইরাস।


করোনা ভাইরাস ১৯৬০-এর দশকে প্রথম আবিষ্কৃত হয় !
প্রথম দিকে মুরগির মধ্যে ভাইরাসটি সংক্রামক দেখা যায়।


করোনা ভাইরাস নামটির উৎপত্তি লাতিন শব্দ করোনা থেকে !
করোনা ভাইরাসের সংক্রামণ শুরু চীনের উহান শহরে থেকে ।


ভাইরাসটি সংক্রমণ ছড়াতে লাগলো মানুষে মানুষে !
সংক্রমন থেকে বাঁচতে হলে বাড়িতে থাকুন বসে ।


পৃথিবীর প্রতিটি দেশে  ছড়ালো এই করোনা ভাইরাস !
এই রোগের প্রতিশোধক আবিষ্কার করা অনেক সময়ের কাজ ।


প্রোটিনের কাঁটাগুলির কারণে এটিকে অনেকটা মুকুটের মত দেখায় !
মানুষের মধ্যে করোনাভাইরাস শ্বাসনালীর সংক্রমণ ঘটায় ।


এই রোগের প্রধান লক্ষণ সর্দি কাশি গলাব্যথা ও জ্বর !
বিদেশ থেকে আসলে ঘরের বাহিরে বের হবেন ১৪ দিন পর।


আপনার হাত ঘন ঘন অন্তত ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে ধুন !
অ্যালকোহল আছে এমন স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করুন।


কাশি এবং হাঁচি হলে নিজের নাক ও মুখ টিস্যু দিয়ে ঢাকুন !
ব্যাবহৃত টিস্যু ফেলে দিন কনুই দিয়ে নাক ও মুখ মুছুন ।


জরুরি কাজে বাহিরে গেলে মুখে পড়ুন মাস্ক !
বার বার সাবান দিয়ে হাত ধুয়ে জীবাণু করুন বিনাশ ।


বাহিরে থেকে খাবার আনলে সেটি ভাল করে ধুয়ে নিবেন !
এক মানুষ থেকে আর এক মানুষের তিন ফিট দূরত্ব বজায় রাখবেন ।


করোনাভাইরাস রোগ প্রতিরোধের জন্য বর্তমানে কোনও ভ্যাকসিন নেই !
জনগণকে সচেতন করা ছাড়া আর কোন উপায় নেই ।