ত্যাগের মহিমা, আল্লাহর প্রেমে,
কোরবানি আসে ধরায় নেমে।
স্মরণে ইব্রাহিম, ইসমাইলের কথা,
অবিশ্বাসে ভরা এক কঠিন ব্যথা।
আদেশ এলো, প্রিয় পুত্র দিতে,
ইব্রাহিম রাজি, বিনা দ্বিধাতে।
ছুরি হাতে পিতা, পুত্র নির্ভীক,
পরীক্ষা নিলেন আল্লাহ অলৌকিক।
সৃষ্টিকর্তা দেখেন অন্তরের টান,
ইসমাইলের বদলে এলো মেষ কুরবান।
আনন্দে ভরে উঠলো সবার প্রাণ,
আল্লাহর রহমতে রক্ষা পেলো ইমান।
সেই থেকে চলে এই ত্যাগের রীতি,
কোরবানি শেখায় ভালোবাসার নীতি।
ধন নয়, প্রাণ নয়, ত্যাগের ইচ্ছাই সেরা,
আল্লাহর পথে হোক সব কিছু উৎসর্গ করা।
পশু জবাই শুধু নয় রে ভাই,
মনের পশুকে কোরবানি চাই।
হিংসা, বিদ্বেষ, লোভ আর মোহ,
ত্যাগ করে হও তবে খোদার প্রিয়।
কোরবানি আসে প্রতি বছর ফিরে,
শুদ্ধ করে মন, ত্যাগের তরে।