কখনও কি তুমি মায়ায় পড়েছ ?


মায়া মানে মায়া সভ্যতার কথা বলছি না,
আমি বলছি সেই মায়ার কথা,
যা মনের এক অদ্ভুত সৃষ্টি ,
সেই সৃষ্টিতে মনের গহীনে বেধে গিয়েছি দুজন !


সেই মায়া যা অদ্ভুত ও অদ্বিতীয় সম্পর্ক,
সেই সম্পর্ক যেখানে ভালোবাসা,
স্নেহ ও সহানুভূতির সৃষ্টি করে ।


এই সেই মায়া যেখানে লুকিয়ে আছে ,
হৃদয়ের ভালোবাসার বিস্তার,
মায়া হলো সেই শক্তি,
যা মানুষকে পরিবর্তন করে,
এবং তাকে পরম সুখী করে।


মায়া হলো আত্মীয়তা,
যা একজনকে আরেকজনকে,
সংযুক্ত করে ও বন্ধন তৈরি করে,
মায়া হৃদয়ের মাঝে একটি
শ্রেষ্ঠ সম্পর্ক সৃষ্টি করে।


মায়া হলো আনন্দের সূচনা,
যা  মনকে আনন্দে  ভরিয়ে দেয়,
আমি সেই মায়ার কথা বলছি ।



বজলুর রশীদ
১৭/০৬/২৩ জলঢাকা, নীলফামারী ।