আমি জ্যোৎস্না দেখিতে চাই
এই পৃথিবীতে চাঁদের আলোয় !
ঝলসানো রুটির মত
চাঁদের জ্যোস্না নয়!
কিংবা নববধূর মুখের 
আলোর মতো জ্যোৎস্না নয়!


নয় কোন হিমুর রুপাকে নিয়ে
জ্যোস্না দেখা তেঁতুল বনে!
কবির কোন কবিতায়  লেখা
মুগ্ধকর জ্যোৎস্না নয়!


নয় কোন প্রেমিক প্রেমিকার
জ্যোৎস্না রাতের প্রেম!
জ্যোস্না ভরা চাঁদনী রাতে
হাতে হাত রেখে কাউকে কথা দেয়া !


হয়তোবা আমি সেই
জ্যোস্না দেখতে চাই!
যা আলোকিত করে সমস্ত পৃথিবীকে
আলোকিত করে সমস্ত সমাজকে ।




জ্যোস্না
বজলুর রশীদ
২৩/৩/২৪
জলঢাকা,নীলফামারী