আমি : মৌমিতা তুমি কি আমাকে ভালোবাসো ?
মৌমিতা :বুঁঝে নাও !


আমি : কিভাবে বুঝব ?
মৌমিতা : :চোঁখে চোঁখ রেখে !


আমি : তোমার ওই চোঁখে তাকাতে ভয় লাগে !
মৌমিতা :কেন ?


আমি :যদি ওই চোঁখে আমার ছবি ভেসে না উঠে !
মৌমিতা :থাক তাহলে তাকিও না !


আমি:তারপরও একটু চেষ্টা করে দেখি !
মৌমিতা : কি দেখতে পাচ্ছ তুমি ?


আমি : তোমার সুন্দর চোখ দিয়ে আমি দেখি আমাদের আগামীর জীবন!তোমার মায়াবী চোখে ভেসে ওঠা অনন্ত প্রেম !তোমার চোখের মায়াজালে আজ আমি বন্ধি !


মৌমিতা : এইতো বুঝতে শুরু করেছো!


আমি : আর কিভাবে বুঝবো তুমিও ভালবাসো আমাকে !
মৌমিতা :আমি জানি তোমার একটা মন আছে,সেই মন দিয়ে চেষ্টা করো !


আমি :কিন্তু কিভাবে !
মৌমিতা :তুমি কি আমার মূল্যবোধকে শ্রদ্ধা কর ?


আমি :তুমি তো জান তোমার ভাবনাগুলোকে আমি খুব শ্রদ্ধা করি, তোমার মতামতকে  কখনো হেসে উড়িয়ে দেই না।


মৌমিতা :চোঁখ বন্ধ করলে আমাকে কি দেখতে পাও?


আমি : পাই , চোখ বন্ধ করলে তোমার ওই হরিণী মাখা মায়াবী মুখখানি শুধু ভেসে উঠে !


মৌমিতা: আমাকে কি ভবিষ্যতে দেখতে পাও?


আমি :পাই, আমার স্বপ্নগুলোর সঙ্গে তোমাকে ভবিষ্যৎ দেখতে পাই!


মৌমিতা: আমি খুশি হলে কি তুমি খুশি হও?


আমি :তুমি তো জানো তোমার আনন্দগুলো আমি ভাগাভাগি করি !


মৌমিতা: তুমি কি আমার জন্য উদ্বিগ্ন হও ?


আমি :তোমার দায়িত্ব নেব বলে, সব সময় তোমাকে নিয়ে
উদ্বিগ্ন থাকি!


মৌমিতা: আমার ইগোগুলোকে কি তুমি শত্রু মনে কর ?


আমি :তোমার ইগোর সঙ্গে আমার বসবাস ,তোমার ইগো আমার ভালোবাসা !


মৌমিতা : তুমি আমার জন্য এখন শিউলি ফুলের মালা সাজাবে ?


আমি : শরতের ভোরে যখন শিউলি গাছটা ফুলে ফুলে সেজে থাকবে, তুমি যখন স্বপ্নের রাজ্যে ঘুরতে ব্যস্ত থাকবে,তখন কাকডাকা ভোরে আমি একা খালি পায়ে শিউলিতলায় যাব,শিউলি ফুল কুড়িয়ে নিয়ে এসে মালা গেঁথে গলায় পরিয়ে দিয়ে বলবো ভালোবাসি ভালোবাসি ।
মৌমিতা : আমিও ভালবাসি ভালবাসি তোমাকে !




বজলুর রশীদ
০৮/১২/২৩
জলঢাকা, নীলফামারী ।