রাতের নিস্তব্ধতায়,
তারাগুলি বেশ উজ্জ্বল,
প্রকৃতির সৌন্দর্য,
যেন এক বিস্ময়কর দৃশ্য।


প্রতিটি ভোর শুরু হয় ,
রবির নতুন আলোয়
এত সুন্দর ধরণীতে,
সবকিছু ঠিক নিয়মে চলে।


শান্ত, মৃদু স্রোতের মাঝে,
লালিত স্বপ্নগুলো ,
আশার আলো ছড়ায়,
সাগরের অসীম কিনারে,
বাতাসের হাসি ফোটে
পূর্ণিমার রাতে,
জীবন চলে যেন,
নিজস্ব নিয়মে ।


চাঁদের নরম রূপালী আভার নীচে,
বনফুলগুলো বিস্ময়কর
ভাবে যেন ফুটে ওঠে ,
প্রকৃতির এই মনোমুগ্ধকর প্রেম,
সৌন্দর্য চিরকাল বহমান এই ধরণীতে ।



বজলুর রশিদ
০১-১১ ২০২৩
জলঢাকা,নীলফামারী