আমি এখনো
দরজার সামনে দাঁড়িয়ে থাকি-
তোমার অপেক্ষায়।

অতীতের স্মৃতি
এক রাশ ধূসর মেঘ হয়ে
ভেসে বেড়ায় শূন্য আকাশে।

তোমাকে ছুঁতে চাই,
হাত বাড়াই
কিন্তু সবকিছু ঝাপসা মনে হয়,
আলো-অন্ধকারে
মিলেমিশে গেছে সব দৃশ্য।
যেখানে শুধুই অপেক্ষা!

দরজার ওপারে তাকাই-
তুমি আজ অনেক দূরে!
তবু দাঁড়িয়ে থাকি,
আর প্রহর গুনি,
তোমার ফিরে আসার প্রতীক্ষায়।