শীত মানে
কুয়াশাচ্ছন্ন ভোরবেলা, চারিদিক ঘাসের ডগায় শিশির।


শীত মানে
ধূম তুল্য  উড়ন্ত বাষ্পকণা, নদী পুকুরের জল ।


শীত মানে
গাছের পাতায় জমে থাকা,শিশির বিন্দুর চোখ জুড়ানো বাহার।


শীত মানে
গাছের শুকনো পাতা, ঝরিয়ে ফেলার মরশুম।


শীত মানে
নতুন রূপে, সেজে ওঠার প্রস্তুতি নেয়ার সময়।


শীত মানে
দিগন্ত জোড়া, হলুদ আভা ছড়ানো সরিষা ফুলের মাঠ।


শীত মানে
মৃদু রোদের উষ্ণতা, শিশির ঝরা রাত ।


শীত মানে
নলেন গুড়ের গন্ধ মাতানো, পিঠা পায়েসের সাড়া।


শীত মানে
খেজুরগাছে রসের হাঁড়ি ,পিঠে পুলির আয়োজন।


শীত মানে
ভোরের আলোয় ঘন কুয়াশার আবরণে ,অস্পষ্ট গাছপালা ।


শীত মানে
উদাসী বিষণ্ন চেহারা, সর্বাঙ্গে ধূসর পাণ্ডুরতার আবেশ।


শীত মানে
লেপের আরাম,চোঁখে যেন লেগে থাকে ঘুমের রেশ।


শীত মানে
হিমেল হাওয়ার পরশ, হৃদয়ে লাগে দোলা দেহে জাগে শিহরণ।


শীত মানে
পত্রহীন বৃক্ষে , একটা নিঃস্বতার নীরব হাহাকার ।


শীত মানে
বর্ষার বুকফাঁটা কান্না নেই ,নেই কোন তীব্র রোদের জ্বালা।


শীত মানে
সূর্যের সোনালী হাসি ,স্নিগ্ধ সকালের মিষ্টি রোদ,
তাইতো তোমায় এত ভালোবাসি ।