মেঠো পথে হেটে হেটে,
স্বপ্ন আমি দেখি!
ঘুমে নয় জেগে আমি,
বাস্তব স্বপ্ন দেখি ।


নানান রঙের স্বপ্ন আছে ,
জীবন গড়তে শিখি !
স্বপ্ন আমার বিশ্ব জয়ের ,
সোনার বাংলা গড়ি ।


লেখাপড়ার পাশাপাশি ,
বাস্তব স্বপ্ন দেখি !
স্বশিক্ষিত জাতি নয় ,
সুশিক্ষিত জাতি গড়ি ।


মিথ্যা যেথায় হারিয়ে গেছে ,
সত্য সবাই বলে !
জীবন বাজি রেখে সবাই ,
দেশের জন্য  লড়ে।


ঘুষ নামের শব্দটি যে ,
দেশের অভিধানে নাই !
সে দেশেরর স্বপ্ন দেখতে ,
আমরা সবে চাই ।


সুদ যেখানে নিষিদ্ধ ভাই ,
সাহায্য নেয়ার লোক নাই !
যাকাত দিব লোক খুঁজে বেড়াই ,
নেবার মানুষ নাই ।


এমন দেশের স্বপ্ন মোরা ,
বাস্তবে দেখতে চাই !
সবাই মিলে সৎ হলে ,
অসম্ভব কিছু নাই ।