শ্রাবণধারায় ঝরছি আমি
তোমারও লাগিয়া ,
স্বপ্ন মোর নীল আকাশে
ভাসিয়া বেড়ায় কাঁদিয়া ।


ঘুরছি আমি সাদা মেঘের ন্যায়
তোমারে পিছু পিছু,
যদি এতোটুকু ছোঁয়া দাও
তারই ভরসায় সামান্য কিছু ।


শ্রাবণধারা ঝরঝর  বৃষ্টি
ঝরছে ধরণীর বুকে,
হৃদয় খানি আজ শঙ্কিত
যদি না  তোমার মন ভেজে ।


আমি তোমারও লাগিয়া
শ্রাবণধারায় বৃষ্টিতে বটতলায়,
পার করিতেছি  সময় বৃষ্টি স্নানে
দেখা হয় যদি একবার তোমার সনে ।


বুকখানি মোর শ্রাবণধারায়
ভিজে যায় অনেকখানি,
শংকিত আজ আমি
না আসো যদি তুমি আমারে লাগি  ।



বজলুর রশিদ
২৮-৭-২০২৩
জলঢাকা,নীলফামারী ।