আজব প্রাণি- মানবজাতি,
দেখছি আমি দিবস রাতি।
কারও ভালো চাই না কেউ,
কুকুর ডাকে শেয়াল ফেউ।


পরের পেটে লাথ-থি কষে,
থাকতে চাই চেয়ারে বসে।
নিজের ভাঁড় ভরছে রোজ,
হাজার পাবে এমন খোঁজ।


আগুন জ্বলে দেশের গাঁয়ে,
ভাসেন তারা সুখের নায়ে।
গোঁফের ফাঁকে মিষ্টি হেসে,
ভাষণ দেয় সোনার দেশে।


মানুষ কতো আজব প্রাণি,
গরিব টানে ---দুখের ঘানি।
স্বাধীনতার --- হৃদয় ফাটে,
দেশটা যায়- শ্মশান ঘাটে।


বনের পশু -- নিরব আজ,
হার মানায় তাদের কাজ।
রেহায় পাবে দেশটা কবে!
সেই সুরাহা ভাবছি তবে।।