শীতের শেষে উঠলো ফুটে বাসন্তীর রূপ,
দখিনা কোণে উদাসী বায়ু মন থাকেনা চুপ।
আগুন রাঙা ফাগুন এলো ষড়ঋতুর পাকে,
কালো পক্ষি মিষ্টি সুরে জানান দিচ্ছে শাখে।
শুকনো ডালে হাট বসেছে কৃষ্ণচূড়া ফুলে,
ধরার মন জয় করিতে রূপ দিয়েছে খুলে।
কিচিরমিচি গান ধরেছে পক্ষিকূল জাতি,
ফুলের ঠোঁটে দিচ্ছে চুমু নিবিড় তার সাথি।
মিষ্টি বায়ু ঢেউ তুলেছে সবুজ পাড়া-গায়ে,
মরা পাতায় নূপুর বাজে পরী রানির পায়ে।
কচিপাতায় আলোর ছাটা দিচ্ছে মুক্ত শ্বাস,
সবুজ শাখে ফুলের ডালি দিচ্ছে যে পলাশ।
ফুল-মুকুলে অলঙ্কিত বড় গাছের শাখা,
মৌমাছিতে গান ধরেছে নাড়িয়ে দুই পাখা।
ফুল-মুকুলে মেলা বসেছে ঝিল নদীর পার,
ঋতুর রানি বাসন্তী সে দিচ্ছে উপহার।