বিচ্ছেদ আগুন এত জ্বালাময়, কভু বুঝিনী,
বুকের ভীতরটা যাচ্ছে পুড়ে, কেও  দেখেনী।
গুমড়ে-গুমড়ে জেগে উঠিছে, স্মৃতি সম্ভার,
মনের জমাট অশ্রু প্রকাশ, করিছে চক্ষুদ্বার।
বন্ধুর বন্ধন রাখিতে অটুট, বন্ধ মেসেঞ্জার,
তাহার সম্মান থাক সতেজ দীর্ঘ দোয়া মোর।
তাকে ছাড়া বন্ধু লিস্টে, নেই কেহ্ আর,
লক্ষ বন্ধুর অধীক প্রিয়, সে যে বন্ধ আমার।
সকাল-বিকাল রাত্রি প্রহর, খোঁজ নেয় সে,
কিশোর-কিশোরীর আচার, চলিতো মোদের।
কেমন করে তাহার স্মৃতি, দিবো আমি কবর,
এই লেখাতে তাহার চোখে অশ্রুঝরছে  জবর।
কষ্টসহিষ্ণু বন্ধু আমার সে,অতি বিচক্ষণ জ্ঞানী,
মঙ্গলময় হোক জীবন তাহার, এই দোয়ায় করি।