দালালের উৎপাত বেড়ে গেছে দেশে,
গভীর শিকড় গেড়ে বসে আছে ঠেসে।
ব্যাঙের ছাতার মতো গিজগিজ করে,
গিরগিটি হয়ে তারা কতরূপ ধরে।


নিজ প্রয়োজনটুকু মেটে না যে আজ,
দালালেরা করে সব এক হাতে রাজ।
অসৎ কাজের টাকা করে ভাগাভাগি,
এই কাজে কর্তার নেই রাগারাগি।


অফিস কাছারি সব দালালের দখল,
নকল কাগজগুলো করে যে আসল।
"বাণ্ডিলে কথা বলে তাদের প্রবাদ",
আসল-নকল সব করে যে আবাদ।


লাল-সবুজের দেশে দুর্নীতি বেশি,
কোথা থেকে এল এরা করে রেষারেষি।
উৎপেতে বসে থাকে চামচারা বেশ
ঘুষ দাও কাজ হবে থাক যত ক্লেশ।


ঘুষ ঢেলে কাজ হয় এল কোন কাল
নীতিবোধ ঘুমে ডুবে বিবেক আকাল।
ঘুষ নিতে ছলাকলা করে কতশত
হারামের টাকা খেয়ে বুকটারে ক্ষত।


ভূড়ি দেখে মনে হয় বালি ঠাসা ঢিবি
ছেলেমেয়ে বাঁকাপথে চলে হিবিজিবি।
ঘুষহীন কাজগুলো এতিমের মতো,
মমতার স্নেহ ছাড়া হয়ে আছে নত।


দালালের কারবার দেখি আর ভাবী,
স্বাধীন দেশে কেন চোরা কারবারী?
তাদের হাতের নলা শুনি বড়সড়,
দেশবাসী এক হয়ে ফের দেশ গড়ো।