ধৈর্য ও সহ্য যার মাঝে আছে,
ভাগ্যের সিড়ি পথ থাকে সব কাছে।
ধাপেধাপে অগ্রসর হয় উর্ধগামী,
তার সাথে থাকে সদা ঐ অন্তর্যামী।
ধৈর্য ও সহ্য উন্নতির চাবি,
শ্রমশীল ব্যক্তির সময়ের দাবি।
উন্নতির গতি ধারা রোখে কার হিম্মৎ,
তার সাথে জ্ঞানী গুনী করে সব একমত।
কাজে ও কর্মে হোক বেশি পরিচয়,
সুখ রাজ্যে কর বাস মহা এই জীবনময়।
ইহকাল পরোকাল ভাবিও সর্বক্ষণ,
প্রমাণ দাও কাজে ধৈর্য্যের এক মন।
ধৈর্য ও সহ্য নেই যার মাঝে,
সফলতা নেই তার জীবনের ভাজে।
হাই-হুতাশ করে সে নিন্দুক জন,
ধৈর্য্যের নৈপূণ্য বোঝে পরোক্ষণ।
ধৈর্য ও সহ্যহীন, আসেনা বড় ফল,
জীবনের মানেও গুন হল অবিকল।