সিজদাহ করো ও মুমিন ভাই প্রেম রেখে তাঁর প্রতি,
আমার স্রষ্টা অতি দয়াশীল তোরে দিবে যশ খ্যাতি।


জায়নামাজ কর মরু প্রান্তর পেলে আযানের ধ্বনি,
মুয়াজ্জিনের মধুর কণ্ঠে ভরা কল্যানের খনি।


ভয় কি তোমার ও মুমিন ভাই, কাফিরের হুংকারে,
নবীজি আমার এনেছে কিরণ জাহেলিয়া আঁধারে।


কালিমা লিখেছি হৃদয়খাতায় ডর নাহি করি আর,
নবীর সুন্নাত আদর্শ করে গলাই পরেছি হার।


ইসলাম মোর শান্তির নীড় বিশ্ব জয়ের নিশান,
উচ্চকণ্ঠে প্রাণখুলে আমি রোজ পড়ি কুরআন।


পাহাড় সমান পাপ নিয়ে আমি ক্ষমা চাই যাঁর দ্বারে,
সেইতো আমার মহান মাবুদ জগতের থিয়েটারে।


পাপ ক্ষমা করে নিষ্পাপ হয়ে বাঁচার সুযোগ চাই,
সিজদাহ করো ও সকল ভাই মাবুদের দুনিয়ায়।


মুক্তির রবি রোজ উঠে যায় তওবার আকাশজুড়ে,
পাঁচ ওয়াক্ত নামাজের কাছে আসো যুবা তুমি ঘুরে।


আলোর কানন খুঁজে পাবে তুমি আঁধার বন্দি ঘরে,
আত্মসুদ্ধি করে নাও তুমি নিজের রক্ষা তরে।


ধর্মনিষ্ঠায় উদ্বুদ্ধ, হবে না-কী তুমি আজো!
আলোকিত এক জীবন পেতে উত্তরণকে খোঁজো।