দূরভীক্ষ আঘাত হেনেছে
ঐ না দক্ষিণ সুদান,
অন্নতাপে মরছে মানুষ
দেখেনা বিশ্ব প্রাণ।
কালো গ্লাসের পর্দা চোখে
বিশ্ব শাসক নেতার,
পশুর বেশে মরছে মানব
দেয় না কেহ্ আহার।
মুমূর্ষ সব দেহের গঠন
হাড় গুলো দেয় ফিকি,
দেহের মাংস হয়েছে চামড়া
অতি আদরের খুকির।
প্রাণ পাখি ঐ দেহ খাঁচায়
করছে শুধু ধুক-ধুক,
জিহ্বা কাঁথা শুকিয়ে গেছে
দৃষ্টির হয়েছে অসুখ।
মায়ের বুকের দুগ্ধ শুকিয়ে
দেহ্ চাতাল হাঁড়,
খাদ্য বিনে মরছে সন্তান
কেও করেনা পার।
শেয়াল-কুকুর খাচ্ছে লাশ
চোখের সামনে খুবলে,
দেখেও কেন ওঠেনা জেগে
বিশ্ব বিবেক ফুঁসলে।
তবেকি আজ বিশ্ব বিবেক
জিম্মি টাকার কাছে?
মানবতার ঐ দীর্ঘ হাত
নেইতো তাঁদের পাশে?
অত্রুভেজা আহাজারীতে
হয়না নেতা তপ্ত,
তাইতো এখনো বিশ্ব মাঠে
হচ্ছে দুরভীক্ষ।