মজলুম জননেতা মাওলানা ভাসানী,
দেখে যাও দেশে কারা রাজাকার আসামি!
দাড়ি টুপি জুব্বা থাকলে কারো অঙ্গে,
দেশদ্রোহী রাজাকার অপবাদ দেয় সঙ্গে।
থাকলে বেঁচে এ ধরায় তুমি ও না পেতে পার,
কীর্তিমানের সম্মান করে দিতো ছারখার।


বাংলার বাঘ তুমি এ.কে এম ফজলুল-
তোমাদের দেশনদ ভাঙছে চার কুল।
ভুলে গেছে এ জাতি হুংকারি সেই রূপ,
শাসকের ভয়ে কেঁপে বীরজাতি আছে চুপ।


বিদ্রোহী নজরুল দেখে যাও এই ধরা,
চামচামি তেলবাজে নেতারা কত চড়া।
শাসকের হাতে দেখো জনগণ ধরাশয়,
স্বাধীনতা খুন করে মিথ্যার করে জয়।


সরোওয়ার্দীর সেই আশা জাগানী ধ্বনি,
ভুলে গিয়ে এ জাতি ভাগ্যে আনে শনি।
কালজয়ী মনিষীরা পড়েছে বইয়ে ঢাকা,
কোরআন ছেঁড়ে যারা হস্তে বাঁধে শাঁখা।


খেটে খাওয়া জনগণ লাঞ্চিত হরদম,
অত্যাচারের শৈল নিত্য করে হজম।
একাত্তরের বিন বাজবে ফের বাংলায়,
মহামানবের মান কি করে তা সামলায়?