চতুরদিকে উড়ছে আমেজ
ঈদ এসেছে ঈদ,
খুশীর স্রোতে ভাসছে সবাই
ভরে নিজের হৃদ।


ঈদের খুশী ভাগ করিতে
ছুটছে নাড়ির টানে,
আপনজনের বায়না গুলো
বাজে মনের গানে।


ফিৎরা যাকাত শোধ করিয়ো
গরীব দুখির তরে,
তোমার টাকায় জুটবে অন্ন
অনাহারীর ঘরে।


ভোগের চেয়ে ত্যাগ'ই সুখ
দেখবে হৃদয় দিয়ে,
ঈদের খুশী ভাগ করিয়ো
বস্ত্রহীনদের নিয়ে।


বস্ত্রহীন রে বস্ত্র দিয়ো
অন্নহীনরে অন্ন,
অভাব বুঝে কিনে দিয়ো
প্রোয়োজনী পণ্য।


কেনা কাটায় ব্যস্ত সময়
যাচ্ছে ভিন্নজনের,
সবার আগে খোজ নিয়ো
মাতা-পিতার মনের।


নতুন পোষাক পেয়ে খুকা
নাচছে  তাকধিন।
ঈদ এসেছে ঈদ এসেছে
মুখে খুশির বিন।
=====15.6.18======