মানবতার শত্রু চিনতে নেইতো আর কারো বাকি,
খাদ্য জ্বালায় মরছে মানুষ, নেতা দেয় ওয়াদায় ফাঁকি।
মানবতার ঢোল বাজিয়ে প্রেসক্লাবে জ্বালায় বাতি,
মুক্তিযুদ্ধের চেতনা ঢেলে ষড়যন্ত্র করে আত্মঘাতী।
সরেজমিনে পানিতে নেমে যায় না যারা দিতে ত্রাণ,
জাগরণের মঞ্চ সাজিয়ে দিচ্ছে মাইকে পচা জ্ঞান।
রাজাকারের ডাস্টবিনে ফেলে যেই গোষ্ঠীকে করল বাদ,
দেশ ও দশের দুর্দিন এলে তারায় আগে মেলায় কাঁধ।
হেলিকপ্টারে ত্রাণ দিতে গিয়ে হত্যা করল ক্ষুধার্ত প্রাণ,
তার সন্তানকে এতিম করে শুনায় কারা মানবতার গান?
মানবতার বন্ধু সাজতে অভিনয় করে বাস্তব রূপে,
ত্রাণের তহবিল গায়েব করে লুকায় কারা নিজের কূপে?
হকের পথের সিপাহ্ সালাহ দিচ্ছে এদের অপবাদ,
"ধর্ম ব্যবসার" মিথ্যাচার, প্রচার করছে এই খেতাব।
দেশ ও দশের ক্রান্তিলগ্নে যাদেরকে পায় সর্ব আগে,
দেশ-দরদী মহানায়ক তাঁদের প্রতিই শ্রদ্ধা জাগে।
গুমড়ে কাঁদে দেশের মানুষ অতিষ্ঠতার দাবানলে,
অত্যাচারের স্বাক্ষী হয়ে সাঁতার কাটে অশ্রুজলে।
মানবতার মহাশত্রু অভিনয়ে তার নেইকো জুড়ি,
ইবলিস শয়তান ছুটি নিবে, থাকল খবিশের উত্তরসূরি।