মুজিবনগর
মোঃ নওশাদ আলম
একাত্তরের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে গাছের সারি,
সবুজ পাতায় ঘোমটা দিলে লাগে মনোহারী।
আমের মোলে বাসনা বিলায় ইতিহাসের গায়ে,
শুকনো পাতায় নূপুর বাজে বড় নেতার পায়ে।
আমবাগানের মধ্যখানে শপথ বাক্য পড়ে,
প্রথম সরকার তৈরি করে নিলেন মুজিব গড়ে।
অদম্য সেই মহান নেতা খুললো দেশের ভাগ্য,
বৈদ্যনাথের পরিবর্তে "মুজিবনগর" যোগ্য।
একাত্তরের পাকবাহিনীর ধ্বংস লীলার দৃশ্য,
মূর্তি দারায় আসল চিত্র দেখবে এখন বিশ্ব।
পাথর দেহে আঙুল তুলে মুজিব নেতা খাড়া,
স্বাধীন দেশের সবখানেতে পাচ্ছি নেতার সাড়া।
আমবাগানের আকাশ ফুড়ে স্মৃতিসৌধ গড়া,
জলের মাঝে ম্যাপের দৃশ্যে পায়না খুঁজে তড়া।
মুজিবনগর মেহেরপুরের আমবাগানের শাখে,
স্বাধীন বাংলার প্রতিচ্ছবি দেশপ্রেমিরা আঁকে।