অহংকারের প্রতিযোগিতায় ঝাপিয়ে পড়েছে মানুষ,
দুনিয়া-দারির রঙিন মোড়কে বিবেক হয়েছে বেহুশ।
হরেক রকম মোড়কের মাঝে হারিয়েছে যারা হৃদয়,
বিবেকের কানে গলাচিরে ডেকে হয়না তবুও উদয়।


উচ্চবিত্ত প্রভাবশালীরা অহমিকায় দেয় সাঁতার,
সাবলীল পথে কঙ্কর ঢেলে চলছে কাতারে কাতার।
অহংকারের প্রতিযোগিতায় ছুটছে ক্রমশে সবাই,
দম্ভের ছুরী চালিয়ে ধরায় ভয়কে করছে জবাই।


কুলষের ঘর করেছে দখল, দম্ভের বড় শেয়াল,
অন্যের চোখে বড় হতে ছুঁটে ভেঙেছে আত্ম দেয়াল।
পুন্যের নীড়ে জ্বলছে অনল পরপার করে বিষাদ,
সোনার আমল বিনষ্ট করে কয়লায় ভরে প্রসাদ।


শহর-নগরে প্রতি ঘরে ঘরে সবখানে এর চর্চা,
পরনিন্দা ও গীবদের পোকা করছে পুণ্য গচ্ছা।
প্রতিযোগিতার বিশাল মঞ্চে নর-নারি পায় পদক,
পুরুষের সাথে পাল্লাপাল্লি ক্ষেতে রাজি নারি মাদক।


চালচুলাহীন অনেক মানুষ দেমাগে ছোঁয়না জমিন,
অহংকারের পর্দায় ঢেকে কয়লাকে দেখে রঙিন।
আকাশের বুকে হাটে যেন তারা দিবস স্বপ্ন নয়নে,
হাঁড়ভাঙা শ্রম খেটে মরে স্বামী অশ্রু ঝরায় শয়নে।


চোখের লজ্জা চিবিয়ে খেয়েছে স্বামীর মাথার মতন,
দেশের নৈত্রী সেজেছে পাড়ায় সমাজের করে পতন।
বিশ্ব সমাজে লজ্জিত পদ অহংকারীর খেতাব,
সবার চোখের বিষের কাঁটা যে, অর্জন করে প্রভাব।


অধঃপতনের শীর্ষ শাখায় বিরাজ করছে দেশটা,
উত্তরণের সুপথ হারালে দেখবে সবাই শেষটা।