কি উদার তুমি, কি প্রসস্ত তোমার বুক!
সাদা কালো নিল রঙের ছাউনী দিয়ে  মুগদ্ধ করেছো যুগের পর যুগ!!
খনে খনে তোমার রুপের পরিবর্তন ঘটাও,
কোথাও কোথাও দেখে মনে হয় সাদা কাশ ফুলের বর্ষা নামাও,,
কোথাও কালোতে ভরেছে তোমার বুক,
তোমার মায়া পরশে সৃষ্টি করেছ কোথাও কোথাও প্রানিকুলের  চিএ  স্বরুপ।।::
তোমার দিকে কান খাঁড়া করে দাড়িয়ে রয়েছে পুকুঁর পাড়ের তাল গাছটি,
তোমাকে ছোয়ার দৃঢ় প্রতিগ্গা নিয়েছে বাঁশ বাগানের সরু বাশঁটি,,
দূর গ্রাম গুলো তোমার বুকে মাথা রেখেঁ গিয়েছে মিশে।
দেখে মনে হয়  অাপন সন্তান মায়ের বুকে কি যেনো বলছে ফিসফিসিয়ে।।
তোমার বুকে দেখতে পায় লখ্রমাইল দূরে অালোর কিরন,
কখনো কখনো তোমার চোখঁ  থেকে ঝরে পড়ে রহমতের অশ্রু,,
সজিবতার নিখাত পরশে পৃথিবীটা অাবার করো পূনাংগ্য সুস্থ্য,
বৃখ্ররাজেরা সজিবতার পরশ দিয়ে যানায় অভিবাদন,
কখোনো কখনো ভরিয়ে দিয়ে যেয়ো মায়ারি  রৌদ্দ কিরন।।
এইতো তোমার বিশালতার ধরন,
তোমার বুকে পাখিঁগুলো মনের অানান্দে করেছে বিচরন।
রাএি জাগা পাখিঁ গুলো সারা রাএি করে চরন।।
রাতের বুকটা সাজাও তুমি লখ্রকটি তারার কিরন।।
রাতের কালো গ্রাস করতে পাঠিয়েছো গুলা চাঁদ,
যেনো অালোর জুয়ার নেমেছে বিজলী বাতির প্রভাত,,
জোনাকেরা অালোর মেলা বসিয়েছে যেনো শংখ্রবনের ধারে।।
,অসমাপ্ত,,