এই দিনে তুমি এসেছিলে এই দুনিয়ার তরে,
পিতা মাতার শুন্য বুকে খুশির লহর লয়ে।
আত্বিয়-স্বজন পরিজন ভেসেছিল খুশির ঝর্ণাধারাই,
বিদ্ধ দাঁতের ফুকড়া হাসি হেসেছিল দাদা দাদি নানাই।


পিতার নাম বাতাসের বেগে-ভেসেছিল
ক্ষণ সময়ের স্রোতে,
অমকের সন্তান মাশাঅাল্লাহ
হয়েছে চাঁদের মত ফুটফুটে।


খুশির বর্ষা নেমে ছিল এই তৃণ ধরাই,
মিঠায়ের স্রোত বয়েছিল
গ্রাম থেকে দূর পাড়াই।
তোমার আগমনের আকাশ মোন্ডলী ছেইঁয়েছিল
নবদিগন্তের তাঁরাই -,
খুশির জোঁয়ার স্রোত উঠেছে আজকে সারা পাড়াই।


তোমার কপালে টিপ করিতো জ্যোৎস্না রাতের চাঁদ,
সেদিন আবার ফিরে এসেছে আহ্নিক গতিত আজ।
তোমায় নিয়ে পিতা মাতার মাঠে বুনেছে হাজার স্বপ্ন,
স্বপ্নগুলোই প্রাণ দিও, হইও গুরুজনের চোখের রত্ন।
আজকে তোমার জীবন সকালে দিলাম ফুলের ডালা,
সারাজীবন তোমার গলে পড়ুক, খ্যাতনামার মালা।
সুখের মলাটে মড়ানো হোক তোমার জীবন খাতা,
মায়ের স্নেহ ভালবাসা জড়ানো থাক তোমার খাতার প্রতি
পাতা।
এমন লগন তোমার জীবনে আসুক হাজার দিন,
আজকে মোরা ফরিয়াদ করি মুগ্ধকর হোক সারা জীবন তোমার জন্মদিন।