দশমাস দশদিন গর্ভে ধারন
করলো যে মা আমায়,
চোখের সামনে হিংস্র কাকে
ছিড়ছে মাকে সবাই  

আকতি মুনতি পশু আত্মা
বিন্দু নাহি ঘামে,
মায়ের মত এমন শিকার
হচ্ছে রোজই রনেবনে।


পশু নখের হিংস্র আচড়
করলো মা'কে ক্ষত,
তবু ওরা মেতে রয়েছে
লালসায় ডুবা রতো।


আকাশ বাতাস নভো
মন্ডলী গুমড়ে তোলে মুখ,
আবর্জনা ধ্বংস করতে
ব্রাশ ফায়ার চালায় মার বুক।


মায়ের লাশ বহন করার
ক্ষমতা মোর তুচ্ছ,
তবু মা'কে বানাবো না
শেয়াল কুকুরের খাদ্য।


চোখের অশ্রু ছাড়া আমি
এতিম বড় নিস্ব,
মায়ের মৃত্যু রোধ করার দায়
গ্রহণ কর হে বিশ্ব।