---------------------------
স্বাধীনতা আজ গুমড়ে কাঁদে
গরিব-দুঃখির মাঝে,
স্বাধীনতা আজ লুুকিয়ে আছে
টাকার তাড়ার ভাজে।


টাকার ঝাঁজে স্বাধীনতা মেলে
এই ধরিত্রীর বুকে,
কোট-কাছার আজ টাকায় জিম্মি
বিবেক মরে ধুঁকে।


অপরাধী পায় বে'কসুর খালাস
বড় শিক্ষিত কোটে,
ন্যায়চবিচারের নেই তুয়াক্কা
রায় পাল্টে যায় নোটে।


থানা ফাঁড়ির বড় বাবুর কলম ও
চলে নোটে,
ধর্ষিত নারী সদবা করে
টাকার তাড়ার চোটে।


শিক্ষিত জন হাজার বেকার
এই রাষ্ট্রের বুকে,
মোটা টাকার ঝাঁজ নেই বলে
মরছে বেকার ধুঁকে।


কোথায় আজ স্বাধীন তরীর
মিঠা ফলো বৃক্ষ?
স্বাধীনতা আজ টাকায় জিম্মি
এতেই লাগে দুঃখ।


ত্রিরিশ লক্ষ শহীদ কেন
ছিনিয়ে আনলো জয়?
রাত হইলে কোয়াশার
মত দুরবিত্তের ভয়।


তবু শান্তির বার্তা শুনি
মহানন্দীর মুখে,
আকাশ ভেঙ্গে মাথায় পড়লেও
আসা জাগায় বুকে।