দুঃখের মিতালী


দুঃখ দিতে সবাই পারে সইতে পারে ক'জন?
দুঃখবিহীর লোকই আছে এই ধরাতে একজন?
দুঃখ ফুলের মালা গলে তবু সুখের রাজা,
সুখ কিনিতে দুখ পোশো দিলটা রেখে তাজা।
কারও গলে কম আর বেশী দুঃখ ফুলের মালা,
মালা সম সুখের স্বর্ণ ভরবে উপর ওয়ালা।
দুঃখ ফুলের মালা বইতে আমরা সবাই অপারক,
সুখ প্রাণীর রক্ত চুষতে আমরা সবাই চুষক।
রাত তেপান্তর ঘুরিফিরি স্বর্ণ রক্তের স্বাদে,
কর্মজোয়াল কাঁধে লয়ে ঘুরি দ্বারে দ্বারে।
তবু সুখের পাপড়ি গুলো দেইনা চোখে ধরা,
দুঃখের বৃক্ষ লালন করব আসলে মহা খরা।
দুঃখের বৃক্ষের ফলগুলো সব যন্ত্রনাময় দূরবিষ,
বিন্দু সুখের পাপড়ি পেলে করবো তাকে কূর্ণিশ।