ভালোবাসার মাঝে ভিন্ন
ভেদ সৃষ্টি করেছেন প্রভু,
ভালোবাসা ছাড়া পৃথিবী
অচল বুঝবেকি কেও কভু।


ভালোবাসা ধণ স্বর্গ আনে,
ভালোবাসা নাপেলে নরক,
স্রষ্ট্রার ভালবাসার মাঝে
রয়েছে স্বর্গ করেদেখ পরক।


মায়ের ভালোবাসা কোরো
না ওজন সে যে মমতাময়ী,
বৌনের ভালোবাসা করে দেখ
ওজন সেযে স্নেহের খনি।


ভাই-ব্রাদার স্বজন জনের
ভালোবাসার  কি তুচ্ছ,
ভালোবাসার আজ পিন্ডি
মেরেছে প্রেমিক যুগলনুচ্ছ।


গুটি কয়েক যুগলের জন্য
লাঞ্ছিত আজ ভালোবাসা,
হাজার সূতার ভালোবাসা
একসূতায় করে নৈরাশা।
ঠিকানা
কামসিদ্ধির জন্য তারা ধরে
ভালোবাসার নৃত্য বাহানা,
সমস্ত ভালোবাসার আশ্রয়
করে দিচ্ছে নুংড়া ।


মায়ের ভালোবাসা পিতার
ভালোবাসা চাই স্নেহ ভাই,
চাই-না পেতে নুংড়ার খনি
এই দুরবিশ্ব যন্ত্রনা ঠিকানায়