মাঝে-মাঝে মনেহয় পৃথিবীটা ’’মিথ্যা’’ আবাদের উপযুক্ত।
চারিদিকে শুধু মিখ্যার কালো ফসল গদগদ করে বাড়ছে।
সত্যের ফসল ত্বকে দেখি কৃতপতঙ্গের মহা আভাসভূমি।
ভূমির সমস্ত উর্বতা চুষেখাচ্ছে কালো শিকড়ের শাখা।
সবুজ রঙকে কুরেকুরে খাচ্ছে দাষ্যত্বের গলোগন্ডপোকা।
এ-শিকড় শাখা গ্রাস করেছে সমাজ,রাষ্ট্র, ব্যক্তিরমনন।
প্রতিটি আত্মার জমাট বিবেক রসটুকু চুষেকরছে হনন।
তবুও সবে মিথ্যার আবাদ করছে অন্তরে হয়না দহন।
আনান্দ উল্লাস কাজকর্মে ফলিয়ে চলেছি কালো ফসল।
কখনো ভয় করছেনা ভূমিওয়ালার তৃক্ষ্ম নজরদারী।
কয়েকগুন্ডা ভূমিতে নীতির দামি ফসল রাঙটা ধরেছে।
রাঙটা দুরিকর পদ্ধতি চাষীর জানা কিন্তু অপারক।
মিথ্যার রং চং মাখানো সার কৃটনাশকে চাষী মৃত।
তারপরেও রাঙটা দূরিকরণ চর্চা কখনোই প্লাবীত নই।
চাষী সজিবতা পেতের্দীঘ প্রত্যাশীত স্রষ্টার দ্বারউন্মুক।
কালো ফসল কৃষকের গোলা ভরিবে থরেথরে অথৈই।
রাঙটা ফসলে যৌবণ আসিবে বুঝবে গেলে পরোপারে।