মৃত্যুর পরে
-মোহাঃ নওশাদ আলম
""""""""""""""""""""""""""
মৃত্যু সাথে আমার আত্মা
করলে আলিঙ্গন,
সোনার দেহ নিথর হলে
পরাবে সাদা কাফন।


কান্না-কাটির হাট বসাবে
আমার চারিপাশে,
কান্না হৃদয় যাবে পুড়ে
আমার মায়ার ত্রাসে।


মৃত্যুর পরে আমার স্মৃতি
হবে যেসব এতিম,
স্বজনজনের চোখের অশ্রু
ঝরবে শুধুদুদিন।


আমার আত্মা হবে বুঝি
পথশিশুর মতো,
দ্বারে-দ্বারে ঘুরবে তবু
সারবেনাতো ক্ষত।


আপন নামটি জং ধরিবে
দেবেনা কেহ শান,
এমন স্মৃতি লালন করবে
ঐযে নীল আসমান।


আমার ঘরের আসবাপত্র
সবই দেখি মাটি,
ওটাই আমার আসল ঘর
আমিযে মানবজাতি।