কি রতন ধণ পেয়েছি ভবে
নেই জানা উপমা,
সবুজ-শ্যামল মাঠে ভরা
মুকুলেরই বিছানা।


রুপ বনে ঢেউ তোলে চির
ঐ নিলাভ আকাশ,
আলতো ছুঁয়ায় মন কাঁড়ে
ধান ফুলের বাতাস।


নুঁয়ে পড়ে ধান ছড়া অঙ্গে
কাঁচা সোনা রং,
ভরাট শীষে নয়ন কাঁড়ে
অদৃশ্য ক্লান্ত জং।


চৈত্র্যান্নের তাপে যৌবন
আসে টকবগিয়ে,
ঝন্ঝন্ শব্দে ধানের ছড়ি
নাচে উল্লাস নৃত্যে।


এমন ধান ক্ষেত জনসভা
বল বসে কোথাতে!
সে যে আমার বঙ্গমায়ের
শীতল বুক জমিনে।