ধরিত্রী নিকেতন প্রেম তটিনীকূল,
প্রেম সমুদ্রজলে ফুটেছে রাঙাফুল।
জলের গর্ভ দেশে অগণিত উদ্ভিদ,
মৃত্তিকার মাঝারে জাগ্রত রয় হৃদ।
বৈচিত্র্যের সৌন্দর্যে বিমহিত নয়ন,
লোকচক্ষু আড়ালে প্রেমের পুষ্পায়ন,
প্রেমাকাঙ্ক্ষায় সিক্ত সৃষ্টিকূল উদয়,
অন্তর্যামীর প্রেম মানবকূলে বিজয়।
শুভ্র গগন ভরে প্রেমের সমীরণ,
প্রভাকর নিস্তেজ আলোর সংমিশ্রণ।
অর্নব বক্ষপিন্ডে প্রেমের মৃদুদোল,
ছেঁড়া মেঘের পল্ল ছুঁয়েছে দূরশৈল।
প্রেমনেত্রে শীতল বিশ্বের সৃষ্টিকূল,
প্রেম থাকিলে দিলে জগত মশগুল।
নীলাকাশ দিয়েছে নীল সমুদ্রে ডুব,
যামিনী জাগ্রত ঐ অন্তরীক্ষের পুব।
দিবাকর লুকিয়ে রাত্রি গহীন পাটে,
চন্দ্রকিরণ ঝরে নিশীথ ভরা হাটে।
মিহিতানে ভেলায় সঁপেছি হৃদগলি,
বক্ষ ফুলদানিতে রেখেছি প্রেমাঞ্জলী।