প্রবাস জীবন যেন শ্যাওলাদের বাস,
জলের বুকেই ভাসে বছর ও মাস।
সময়ের স্রোতে ভেসে, চলে সেই দূর,
নিঠুর পরো ভ্রাতার, কণ্ঠে মায়া সুর।
ঢেউয়ের ভাঁজে-ভাঁজে,বাস করে ভাই,
আহালের মুখে হাসি, ফোঁটাতে যে চাই।
স্রোতের সে তালে ভাসে,অন্তহীন ক্ষণ,
বৈরী বাতাসে হারায়, অমূল্য সবমন।
অটুট রেখেছে মন, বস প্রভু সনে,
ঘাম ঝরানোর টাকা,দেয় করে লোনে।
ছিঁড়া পাল লয়ে নাউ পৌঁছায় না ঘাটে,
সন্তানের পথ চেয়ে, মা পঞ্জিকা ঘাঁটে।
প্রবাসীর সুখ যেন পোড়া মাটি গন্ধ,
নিজ বাস ছাড়া যেন সব সুখ বন্ধ।