জুব্বা দাড়ি লেবাস দেখে চিনতে পারি হুজুর,
ঘাম ঝরানো শ্রমিক দেখে চিনতে পারি মজুর।
মিথ্যা কথার গল্প শুনে চিনতে পারি উকিল,
মিছরির ছুরি মুখে দেখলে চিনতে পারি বকিল।
অর্থকড়ি লুট করে যে বলে তাকে ডাকাত,
চুরি করলে চোর বলেতো হয়না কথার ব্যঘাত
ধর্ষণ করলে ধর্ষক বলে আমরা সবাই জানি,
ধর্ম পন্ডিত হলে তাকে বলে সবাই জ্ঞানী।
মানুষ নামের মানুষ খুঁজে হলাম আমি ক্লান্ত,
যুগযুগান্তর স্বপ্নডানায় পেলাম না শেষ প্রান্ত।
মানব নামের সার্টিফিকেট সবার ফ্রেমে ঝোলে
আদর্শরই কষ্টিপাথর ঘোষলাম হৃদের কোলে।
সোনার মানুষ চিনতে হলে জানতে হয়কি সূত্র,
সরল মনা হলে আবার বলে আবুল পুত্র।
হীরের খনি আদর্শ তাঁর মুহাম্মদ যে নামে,
মানুষ হতে একটি সূত্র কিনো হৃদের দামে।
যুগযুগান্তর মহাশূন্যের সব আদর্শই নিস্ফল,
বিশ্ববাসীর হেদায়েতের ঝর্না এটি সচল।